শাড়ির মেলা ছবির খেলা

ডেভিস রাজঃ নাড়িতেই শাড়ি, শাড়িতেই নারী! শাড়ি নারীর ভূষণ! এই শাড়িই নারীর অহংকার, অলংকার!
কিন্তু বতামানে নাকি নারীদের কাছে শাড়ি আরামদায়ক নয়, চলনসই নয়! অথচ মা, ঠাকুমারা; কাকিমা, পিসিমারা এই শাড়ি পড়েই সংসারের সমস্ত কাজ করে এসেছেন। আর এই তত্ত্বকে সামনে রেখে ১০ বছর ধরে শাড়ির মেলা করে আসছেন রোশনি দাশ ভট্টাচার্য।
এবারে শাড়ির মেলা হলো ১১, ১২ ও ১৩ আগস্ট আইসিসিআর-এর বেঙ্গল গ্যালারিতে। সেই সঙ্গে ছিল দ‍্যুতিমান ভট্টাচার্যের বেশ কিছু অসাধারণ ছবির মেলা। দ‍্যুতিমানের পেশা যেখানে আইন রক্ষা আর আবেগ হল ছবি আঁকা, অবসর হল ছবি আঁকা কিন্তু ছবি দেখে তা বোঝার উপায় ছিল না এতটাই ছিল তার মার্জিত রূপ!
তবে শাড়ির মেলায় ছিল ধনেখালি, কটন, মটকা, মুশলিন, লিলেন, জামদানি, কাঁথা, বালুচরি, স্বর্ণচরি শাড়ির সঙ্গে হ্যান্ডলুমের বিভিন্ন সম্ভার। রোশনি জানান, “মূলতঃ হ‍্যান্ডলুমকে বাঁচিয়ে রাখাই তাঁর আসল যুদ্ধ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

আচার্য জগদীশ চন্দ্র বসু উদ্ভিদ উদ্যানে উদ্বোধন হল 'প্রকৃতি পথ'

Mon Aug 21 , 2023
প্রণব ভট্টাচার্য: ভারতীয় বনস্পতি সর্বেক্ষণের অন্তর্গত আচার্য জগদীশচন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যান হল দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রাচীনতম এবং বৃহত্তম উদ্ভিদ উদ্যানের মধ্যে একটি। ১৭৮৭ সালে কর্নেল রবার্ট কিড দ্বারা প্রতিষ্ঠিত বিশ্বের সেরা বাগানগুলির মধ্যে অন্যতম ২৫ টি বিভাগ এবং ২৬ টি আন্ত সংযুক্ত জলাশয় সহ ২৭৩ এলাকা জুড়ে বিস্তৃত এই বাগান। […]

You May Like

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031