ডেভিস রাজঃ নাড়িতেই শাড়ি, শাড়িতেই নারী! শাড়ি নারীর ভূষণ! এই শাড়িই নারীর অহংকার, অলংকার!
কিন্তু বতামানে নাকি নারীদের কাছে শাড়ি আরামদায়ক নয়, চলনসই নয়! অথচ মা, ঠাকুমারা; কাকিমা, পিসিমারা এই শাড়ি পড়েই সংসারের সমস্ত কাজ করে এসেছেন। আর এই তত্ত্বকে সামনে রেখে ১০ বছর ধরে শাড়ির মেলা করে আসছেন রোশনি দাশ ভট্টাচার্য।
এবারে শাড়ির মেলা হলো ১১, ১২ ও ১৩ আগস্ট আইসিসিআর-এর বেঙ্গল গ্যালারিতে। সেই সঙ্গে ছিল দ্যুতিমান ভট্টাচার্যের বেশ কিছু অসাধারণ ছবির মেলা। দ্যুতিমানের পেশা যেখানে আইন রক্ষা আর আবেগ হল ছবি আঁকা, অবসর হল ছবি আঁকা কিন্তু ছবি দেখে তা বোঝার উপায় ছিল না এতটাই ছিল তার মার্জিত রূপ!
তবে শাড়ির মেলায় ছিল ধনেখালি, কটন, মটকা, মুশলিন, লিলেন, জামদানি, কাঁথা, বালুচরি, স্বর্ণচরি শাড়ির সঙ্গে হ্যান্ডলুমের বিভিন্ন সম্ভার। রোশনি জানান, “মূলতঃ হ্যান্ডলুমকে বাঁচিয়ে রাখাই তাঁর আসল যুদ্ধ।”


Users Today : 1
Users Last 30 days : 89
Total Users : 2668
Views Today : 1