কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা

ইডিপি: প্রতিবছরের মত এই বছরেও কৃতি ছাত্র-ছাত্রীদের জন্য সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় ১৪ আগষ্ট শুধুমাত্র ছাত্র-ছাত্রী কেন তাদের মায়েদের জন্যও এই অনুষ্ঠানের আয়োজন হয়। কারণ মায়েরাই তো আসল নায়ক। তাদের উৎসাহে, অনুপ্রেরণায় এবং একান্ত সহযোগিতায় ছোট ছোট ছেলেমেয়েরা তাদের ভবিষ্যতের পথে এগিয়ে চলে। তাই গৌতম চ্যাটার্জির মতো বাস্তববাদী সমাজ সেবক, শতাধিক কৃতি ছাত্র-ছাত্রীদের সঙ্গে তাদের মায়েদেরও সম্বর্ধনার কথা ভেবেছি এবং করে দেখিয়েছে। সেই সঙ্গে ঐদিন শতাধিক এলাকার বয়স্ক মানুষদেরও সম্বর্ধনা দেওয়া হয়, বলে গৌতম বাবু জানান।
সম্বর্ধনা সভায় উপস্থিত ছিলেন ক্রিয়া ও যুব কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, সাংসদ প্রসূন ব্যানার্জি, পুরনিগমের প্রশাসক মন্ডলীর সহ প্রধান দেবাংশু দাস, সমাজসেবী সুধীন চ্যাটার্জী প্রমুখ। ঐদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে মধ্যরাতে স্বাধীনতার পতাকা উত্তোলন অনুষ্ঠান হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

লিলুয়া কো-অপারেটিভ ব্যাংকের ষষ্ঠ শাখা

Mon Aug 21 , 2023
ইডিপিঃ লিলুয়া কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের ষষ্ঠ শাখা চালু হলো শিবপুরের স্বামী বিবেকানন্দ রোডে। ৫ আগষ্ট এক অনুষ্ঠানে এই ব্যাংকের উদ্বোধন করেন সমবায় মন্ত্রী অরূপ রায়। উপস্থিত ছিলেন হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী, জেলা শাসক মুক্ত আর্যা, ব্যাংকের চেয়ারম্যান দুলাল কান্তি দে, এসডিও( সদর) তরুণ কান্তি ভট্টাচার্য, ব্যাংকের সম্পাদক […]

You May Like

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031