ইডিপি: প্রতিবছরের মত এই বছরেও কৃতি ছাত্র-ছাত্রীদের জন্য সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় ১৪ আগষ্ট শুধুমাত্র ছাত্র-ছাত্রী কেন তাদের মায়েদের জন্যও এই অনুষ্ঠানের আয়োজন হয়। কারণ মায়েরাই তো আসল নায়ক। তাদের উৎসাহে, অনুপ্রেরণায় এবং একান্ত সহযোগিতায় ছোট ছোট ছেলেমেয়েরা তাদের ভবিষ্যতের পথে এগিয়ে চলে। তাই গৌতম চ্যাটার্জির মতো বাস্তববাদী সমাজ সেবক, শতাধিক কৃতি ছাত্র-ছাত্রীদের সঙ্গে তাদের মায়েদেরও সম্বর্ধনার কথা ভেবেছি এবং করে দেখিয়েছে। সেই সঙ্গে ঐদিন শতাধিক এলাকার বয়স্ক মানুষদেরও সম্বর্ধনা দেওয়া হয়, বলে গৌতম বাবু জানান।
সম্বর্ধনা সভায় উপস্থিত ছিলেন ক্রিয়া ও যুব কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, সাংসদ প্রসূন ব্যানার্জি, পুরনিগমের প্রশাসক মন্ডলীর সহ প্রধান দেবাংশু দাস, সমাজসেবী সুধীন চ্যাটার্জী প্রমুখ। ঐদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে মধ্যরাতে স্বাধীনতার পতাকা উত্তোলন অনুষ্ঠান হয়।


Users Today : 1
Users Last 30 days : 89
Total Users : 2668
Views Today : 1