ইডিপিঃ লিলুয়া কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের ষষ্ঠ শাখা চালু হলো শিবপুরের স্বামী বিবেকানন্দ রোডে। ৫ আগষ্ট এক অনুষ্ঠানে এই ব্যাংকের উদ্বোধন করেন সমবায় মন্ত্রী অরূপ রায়। উপস্থিত ছিলেন হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী, জেলা শাসক মুক্ত আর্যা, ব্যাংকের চেয়ারম্যান দুলাল কান্তি দে, এসডিও( সদর) তরুণ কান্তি ভট্টাচার্য, ব্যাংকের সম্পাদক অসিত কুমার মন্ডল, ডক্টর নিশীথ রঞ্জন সরকার প্রমূখ।
অরূপ রায় বলেন, লিলুয়া কো-অপারেটিভ ব্যাংক ক্রমশ তাদের শাখা বিস্তার করে যাচ্ছে। তাদের পারফরম্যান্স দেখে গোটা হাওড়া জেলা জুড়ে তাদের শাখা বিস্তারের অনুমোদন দেওয়া হয়েছে। তিনি বলেন, রামকৃষ্ণপুর কো-অপারেটিভ ব্যাংক বাম আমলে বন্ধ হয়েছিল। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর ওই ব্যাংকে যাদের টাকা ছিল সরকার তাদের অনেককেই টাকা ফিরিয়ে দিয়েছে, যাদের বাকি আছে তাদেরও টাকা ফিরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। সারাদেশে একমাত্র পশ্চিমবঙ্গ সরকারই ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার পরেও গ্রাহকদের টাকা ফিরিয়ে দিয়ে নজির সৃষ্টি করেছে।


Users Today : 1
Users Last 30 days : 89
Total Users : 2668
Views Today : 1