ইডিপিঃ কথায় বলে তাস পাশা সর্বনাশা। কিন্তু এখন আর তা বলা যাবে না। ব্রিজের আন্ডার ৩১ জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলতে বাংলা থেকে নেদারল্যান্ডস যাচ্ছে এক ঝাঁক খেলোয়াড়। তাদের আশা কয়েকটি ক্যাটাগরিতে তারা মেডেল পেতে পারেন।
আগামী ২৮ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত নেদারল্যান্ডসে বসছে আন্ডার থার্টি ওয়ান ওয়ার্ল্ড জুনিয়ার ব্রিজ চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় ইউরোপ, আমেরিকা ছাড়াও এশিয়ার বিভিন্ন দেশ থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করছেন। ভারত থেকেও বড়সড় দল পাঠানো হচ্ছে। ভারত থেকে প্রতিযোগীদের বাছাই করার জন্য হাওড়ার সালকিয়াতে ১০-১১ জুন দুদিন ধরে চলছে ক্যাম্প। এই ক্যাম্পের উদ্যোক্তা ব্রিজ ফেডারেশন অফ ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গল ব্রিজ এসোসিয়েশন। এই ক্যাম্পে কেরালা, মহারাষ্ট্র, উত্তর প্রদেশ এবং বাংলা থেকে মোট ১৫ জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। ২০১৮ সালে এশিয়ান গেমসে সোনা জয়ী ব্রিজ খেলোয়াড় শিবনাথ দে সরকার এখন ভারতীয় কোচ। তার তত্ত্বাবধানে এই প্রতিযোগিতা চলছে। তিনি জানিয়েছেন মোট প্রতিযোগীদের মধ্যে ৬ জনকে বেছে নেওয়া হবে। তাদের নেদারল্যান্ডসে পাঠানো হবে। এদের মধ্যে কয়েকজন খুবই প্রতিশ্রুতিমান খেলোয়াড়। তারা এই ব্রিজ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ভালো ফল করবেন বলে আমাদের আশা। সাগ্নিক রায় নামে এক প্রতিযোগী জানিয়েছেন ফ্রান্স, ইটালি, নরওয়ে, সুইডেন এবং আমেরিকার খেলোয়াড়রা ফেভারিট। শক্ত প্রতিযোগিতা হলেও আমরা আশা করছি ভালো ফল করব। আরো একজন প্রতিযোগী সায়ন্তন কুশারী জানিয়েছেন, মোট পাঁচটা ক্যাটাগরিতে প্রতিযোগিতা হবে। প্রত্যেকটি ক্যাটাগরিতে ৬ জন করে প্রতিযোগী অংশগ্রহণ করবেন। এছাড়া ৬ জন কোচ যাবেন। আমরা সকলেই ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করব যাতে পদক জেতা যায়।


Users Today : 1
Users Last 30 days : 89
Total Users : 2517
Views Today : 1