“বিজেপি শিবিরই মনে করছে আন্দোলনরত কুস্তিগিরদের সম্পর্কে শাসক শিবিরের অসংবেদনশীল মনোভাব নিয়ে দেশের মানুষের একাংশের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। এটা দলের পক্ষে ভালো নয়। তবে দেরিতে হলেও অমিত শাহ ৫ মে আন্তর্জাতিক কুস্তিগীর, সাক্ষীদের বাড়িতে ডেকে বলেছেন, “আইন আইনের পথে চলবে। আইন সকলের জন্য সমান!”
বাস্তব হলো এই কথাটা সাক্ষীদের ডেকে বোঝাতে এতদিন লেগে গেল।
শ্যাম আগে না কুলা আগে, প্রশাসক আগে না খেলোয়ার আগে, ডিম আগে না বাচ্চা আগে, অভিযুক্ত আগে না অভিযোগকারী আগে?
সরকার ব্যস্ত হতেই পারেন। বহু ভালো কাজের সাক্ষী আছেন, করছেন এবং করাচ্ছেন। তাই বলে অন্যায়কে কেন পোশ্রয় দেওয়া? সাধারণ মানুষর কাছে একটা ধোয়াশা থেকেই যাচ্ছিল।
যাঁরা দেশের ধ্বজা বহন করে আন্তর্জাতিক মঞ্চে দেশের মান উজ্জ্বল করছে, তাদের ক্ষেত্রেও যদি এই ধরনের অন্যায় আচরণ হয়ে থাকে তা সত্যিই খুব দুর্ভাগ্যের! দেশের পক্ষে ক্ষতিকরও বটে। যাঁরা পৃথিবীর সর্বোচ্চ মঞ্চে প্রতিষ্ঠিত। যাঁদের হাতে প্রধানমন্ত্রী নিজে জার্সি তুলে দিচ্ছেন। দেশের সম্মান বয়ে আনার জন্য সম্মানিত করছেন! তাঁরা যখন অসম্মানিত হচ্ছেন তাঁদের প্রতি সরকারের সহমর্মিতা দেখানো অবশ্যই প্রয়োজন।
যদি আপনি দেখেন ক্রমে ক্রমে নির্যাতিত খেলোয়াড়দের পাশে দেশের বাকি খেলোয়াররাও সাক্ষ্য দান করেন, তাহলে বীজ ভূষণ নামক বিষ দাঁতটি অনেক আগেই তুলে ফেলা উচিৎ ছিল।ইতিমধ্যে প্রশাসনের ভূমিকার সমালোচনা করে কুস্তিগীরদের পাশে দাঁড়ালেন অলিম্পিকসে সোনা জয়ী শুটার অভিনব বিন্দ্রা, ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডারি ইরফান পাঠান, বিজেন্দ্র সিংহ, নীরজ চোপড়া, সুনীল ছেত্রীদের মতো ক্রীড়াবিদরা। তালিকা যত দীর্ঘ হবে, সরকারের বিরুদ্ধে তার প্রভাব সুদূর প্রসারী হবে।
নতুন সংসদ ভবনে উদ্বোধনের দিন সাক্ষী মালিকদের যেভাবে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে তা তাদের প্রাপ্য ছিল না! তাতে বহু ক্রীড়াবিদ ভারাক্রান্ত! আর বজরং পুনিয়া বলেই ফেলেন, বুকে বুকে গুলি করা বাকি থাকলে তাও খেতে প্রস্তুত।
আর ব্রিজ ভূষণ শরণ সিংহ কেন এত প্রশ্রয় পাচ্ছে, তার কত বড় প্রভাব! এই ধরনের নেতাদের নিয়েই কি দেশ চলবে? ন্যায়-অন্যায়, ভালো-মন্দ কেন তাদের নিয়ে আলোচনায় বসা হচ্ছিল না; সঠিক বিচার করা হচ্ছে না? এতে সাধারণ মানুষ বড়ই অসহায় বোধ করছে, গণতন্ত্র অপমানিত হচ্ছে! বিরোধীরা অবশ্যই অস্ত্র হাতে পেয়ে যাচ্ছে।


Users Today : 1
Users Last 30 days : 89
Total Users : 2668
Views Today : 1